কাতার থেকে বাংলাদেশের জন্য ধন্যবাদ পাঠালেন আর্জেন্টিনার কোচ

ফুটবল বিশ্বকাপকে ঘিরে উ’ন্মাদনা এখন পুরো বাংলাদেশে। আর ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যা’চ হলে তো আরও কথা’ই নেই। আর্জেন্টিনার গ্রুপের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপ’ক্ষে করা মেসির গোলের পর বাংলাদেশের আর্জেন্টিনারে ভ’ক্তদের সেই গোল উদযাপনের ভি’ডিও নজর কা’ড়ে আন্তর্জাতিক গণমা’ধ্যমের।

 

এরপর আর্জেন্টিনা ফুটবল ফে’ডারেশনও বাংলাদেশের আর্জেন্টিনার সম’র্থকদের ধন্যবাদ জানিয়ে পো’স্ট করে সামাজিক মাধ্যমে। এবার বাংলাদেশকে ধন্যবাদ জানালেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

 

শনিবার (৩ ডিসেম্বর) ন’ক আ’উট পর্বে অস্ট্রেলিয়ার বিপ’ক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার ডি স্পোর্টস রে’ডিওতে কর্মরত সাং’বাদিক করোল ডিয়েগো সারা বিশ্বে আর্জেন্টিনার সম’র্থন সম্প’র্কে প্রশ্ন করেন স্কালোনিকে।

 

সেই প্রশ্নের জবাবে স্কালোনি বলেন, ‘ডিয়াগো (ম্যারাডোনা) অ’সংখ্য স’মর্থক রয়েছে। পরে মেসির কারণে আর্জেন্টিনার ফুটবলের স’মর্থ’ক বে’ড়েছে। বাংলাদেশে আমাদের এমন সম’র্থন আছে জেনে আমি গর্বিত।’ তিনি আরও বলেন, ‘এটা আসলেই দারুণ এক অনুভূ’তি। আমাদের ফুটবল বিশ্বের নানা প্রা’ন্তের মানুষ ভালবাসে। বাংলাদেশকে ধন্যবাদ।’

Share on facebook
Share on twitter
Share on linkedin