প্রথম সপ্তাহে কাতার আসলো ৭ হাজারের বেশি ফ্লাইট

কাতার ফিফা বিশ্বকাপ শুরুর প্রথম সপ্তাহে সাত হাজারটিরও বেশি ফ্লাইট যাতায়াত করেছে। কাতার সিভিল এভিয়েশন অথরিটি (কিউসিএএ) বিষয়টি প্রকাশ করেছে।

 

উল্লেখ্য যে, টুর্নামেন্ট শুরু হওয়ার পর থেকে হামাদ এবং দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। একটি বিবৃতিতে কাতার সিভিল এভিয়েশন অথরিটি জানিয়েছে, অনেক উপসাগরীয় দেশ কাতারে শাটল ফ্লাইট পরিচালনা করতে শুরু করেছে।

 

এছাড়াও আরব দেশ এবং বাকি বিশ্বের বিমান সংস্থাগুলি টুর্নামেন্ট ভক্তদের জন্য সমন্বিত বিমান পরিবহন প্রদানের জন্য দোহাতে তাদের পরিষেবা বৃদ্ধি করেছে।

 

কাতার সিভিল এভিয়েশন অথরিটি নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার এয়ারলাইনগুলি ছাড়াও জার্মান লুফথানসা, এয়ার ফ্রান্স, ফিনায়ার এবং কেএলএমসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা কাতারে নিয়মিত এবং চার্টার ফ্লাইট পরিচালনা শুরু করেছে।

 

বিবৃতিতে জানানো দেওয়া হয়েছে, কাতার রাজ্যে বিমান পরিবহনের উন্নয়ন দোহা ফ্লাইট ইনফরমেশন রিজিয়ন (এফআইআর) সক্রিয় করার সাথে অব্যাহত রয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
BREAKING NEWS
Follow Us on Facebook