বিশ্বকাপ দেখতে বলিউডের আমির খান এখন কাতারে

নোরা ফাতেহির পর এবার চ’লমান কাতার বিশ্বকাপে দেখা মিললো বলিউডের মি’স্টার পারফেকশনিস্ট খ্যাত তারকা আমির খানের। সম্প্রতি অভিনেতার এক ভ’ক্ত তার ছবি এবং ভি’ডিও সোশ্যাল হ্যা’ন্ডেলে শে’য়ার করেছেন। শেয়ার করা সেই ছবিতে অভিনেতার সঙ্গে দেখা গেছে তার ছেলে আজাদ রাও ও প্রাক্তন স্ত্রী কিরণ রাওকে।

 

এর আগে মুম্বাই বিমানবন্দরে ছেলে আজাদ ও প্রাক্তন স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে দেখা মিলেছিলো আমির খানের। সেসময় জানা যায়, পারিবারিক ছুটি কা’টাতে তারা দেশের বাইরে যাচ্ছেন।

 

তবে সেটি কোন দেশে সেটি জানা না ছিল না কারোই। অবশেষে ভ’ক্তের শেয়ার করা ছ’বি থেকেই বোঝা গেলো বর্তমানে কাতারে অবস্থান করছে আমির খান।

 

ভাই’রাল হও’য়া ছবিটিতে দেখা গেছে আমিরের ছেলে আজাদের পরনে আর্জেন্টিনার জার্সি। যা থেকেই ধারণা করা যাচ্ছে আমির নিজেও হয়ত একজন আর্জেন্টাইন ভ’ক্ত।

 

গেল নভেম্বরের মাঝামাঝিতে সি’নেমা থেকে বির’তি নেওয়ার ঘোষণা দিয়েছিলেন আমির খান। সেসময় জানিয়েছিলেন পরিবারকে সময় দেওয়ার জন্যই তার এই বিরতি। তাইতো পরিবার সময় দিতেই ব্য’স্ত এখন এই অভিনেতা।

Share on facebook
Share on twitter
Share on linkedin