সাগরকন্যা কুয়াকাটায় এসে ঝিনুকে নিজের নাম লেখানোর নিয়ম

ঝিনুকে নিজের নাম লেখানোর নিয়ম

নিজের নামের প্রতি সবারই একটা ভালো লাগা থাকে। সাগরকন্যা কুয়াকাটায় এসে অনেকে খোঁজেন কিভাবে ঝিনুকের মধ্যে নিজের নাম লেখানো যায়। আবার অনেকে জানতে চান প্রতিটি শামুকে নাম লেখানোর জন্য কত টাকা দিতে হবে? শামুকের মধ্যে নাম লেখানো নিয়ে আজকের লেখাটি। যারা নিজের নাম লেখাতে চান তারা লেখাটি ভালো ভাবে পড়ুন।

 

প্রশ্ন: কুয়াকাটায় কি আসলেই ঝিনুকের মধ্যে নিজের নাম লেখানো যায়?

উত্তর: হ্যাঁ, অবশ্যই। আপনি চাইলেই শামুক বাছাই করে নিজের নাম এর মধ্যে লিখতে পারবেন।

প্রশ্ন: দেখতে কি সুন্দর দেখায়? বা আমাকে কি ছবি দেখানো যাবে?

উত্তর: নিচে ছবি দেওয়া আছে। নিজেই দেখে নিন…

ঝিনুকে নাম খোঁদাই
ঝিনুকে নাম খোঁদাই

প্রশ্ন: এগুলো আমি কোন দোকান থেকে লেখাবো?

উত্তর: কুয়াকাটায় বেশ কয়েকটি দোকানেই ঝিনুকে নাম খোদাইয়ের কাজ করা হয়। আপনি স্থানীয় কোনো দোকানদারের কাছ থেকে জেনে নিতে পারেন কোন দোকানের লেখা খুব সুন্দর হয়।

প্রশ্ন: প্রতিটি ঝিনুকে নাম খোদাইয়ের জন্য কত টাকা রাখা হয়?

উত্তর: এটার উত্তর আসলে ভিন্ন। দোকানদাররা আপনাকে পর্যটক ভেবে বিভিন্ন দাম হাঁকাবে। কিন্তু আপনি সহজে বোকা হবেন না। কারণ, এগুলো ৮০ টাকা থেকে শুরু হয়ে ১২০-১৩০ এর মধ্যে থাকবে। কুয়াকাটার ঝিনুকগুলো ঢাকা থেকে কিনে নেওয়া হয়। এগুলো তাদের স্থানীয় শামুক না। প্রতি পিস তারা ৪০-৫০ টাকায় কিনে থাকে। কিনে নেওয়ার পর তাদের রঙ খরচ ও পারিশ্রমিক নেওয়ার পর ১০০ থেকে শুরু করে ১৫০ টাকা পর্যন্ত রাখে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
BREAKING NEWS
Follow Us on Facebook