আজ রাতে সাকিবদের আর্জেন্টিনার খেলা দেখতে দেবেন না কোচ ডমিঙ্গো

কাতার বিশ্বকাপের সেমিফাইনাল পর্ব শুরু হচ্ছে আজ। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১টায় টুর্নামেন্টের হ’ট ফেভারিট ও দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মু’খোমু’খি’ হবে গত আসরের রানার্সআ’প ক্রোয়েশিয়া।

 

বিশ্বজুড়ে ম্যাচটিকে ঘিরে উ’ত্তেজনার কমতি নেই দুই দলের সমর্থকদের মাঝে। আর্জেন্টিনার লাখ-লাখ সম’র্থক রয়েছে বাংলাদেশে। বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসানও দলটির বড় সমর্থ’ক। মেসি তার প্রিয় ফুটবলার।

 

সাকিবের মতো বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার ফুটবলে আর্জেন্টিনাকে সম’র্থন করেন। তবে তাদের জন্য দুঃ’সং’বাদ কোচ রাসেল ডমিঙ্গো সাকিবদের সেমিফাইনালের ম্যাচটি দেখতে দিতে চান না। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) চট্টগ্রামে প্রথম টেস্টের আগে সংবাদ সম্মেলনে সাংবাদিকরা ডমিঙ্গোকে প্রশ্ন করেন, বাংলাদেশ ক্রিকেট দলের অনেকেই আর্জেন্টিনার প্রবল সমর্থক।

 

পরের দিন সকাল ৯টায় ভারতের বিপ’ক্ষে প্রথম টেস্টের টস। বাংলাদেশের ক্রিকেটাররা কি করবেন? জবাবে বাংলাদেশ কোচ বলেন, ‘ওদেরকে অবশ্যই দ্রুত বিছা’নায় যেতে হবে। খুবই সাধারণ বিষয়। ভোর ৩টা পর্যন্ত ফুটবল দেখে সকাল সাড়ে ৯টায় টেস্ট ম্যাচ খেলতে পারেন না আপনি।

 

আমার মনে হয় এটা স্টু’পিড ব্যাপার! ওরা যদি এটা করে, আমি হ’তাশই হব, খুবই হতাশ হব। বুধাবার (১৪ ডিসেম্বর) টেস্ট সিরিজের প্রথম ম্যাচ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় মাঠে গড়াবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin