কাতারের জে’লখানায় ব’ন্দী বেশ কিছু কয়েদিকে ক্ষ’মা করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আলথানি। আগামী ১৮ ডিসেম্বর কাতারের জাতীয় দিবস উপল’ক্ষে এই ব’ন্দীদের ক্ষ’মা করলেন তিনি। ক্ষ’মাপ্রাপ্ত ব’ন্দীদের মধ্যে কাতারি নাগরিকদের পাশাপাশি বিদেশিরাও রয়েছেন।
এঁদের মধ্যে আছেন কিছু সংখ্যক বাংলাদেশি। তবে বাংলাদেশসহ কোন দেশের কত ব’ন্দী এই ক্ষ’মার আওতাভু’ক্ত হলেন, তা এখনো জানা যায়নি। ক্ষ’মাপ্রাপ্ত বিদেশি ব’ন্দীদেরকে এখন দ্রততম সময়ে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। প্রতিবছর কাতারে জাতীয় দিবস এবং পবিত্র ঈদ উপলক্ষে নির্দিষ্টসংখ্যক বন্দীদেরকে ক্ষ’মা করে থাকেন কাতারের আমির।
কাতার জাতীয় দিবস পালিত হবে আগামী ১৮ ডিসেম্বর। এদিন কাতারের কর্নিশে বিভিন্ন আয়োজনের মাধ্যমে পালিত হবে দিবসটি। তবে এবারের আয়োজনটি অন্যান্যবারের চেয়ে আলাদা হবে।