কাতারে ৪ জনের দেহে পাওয়া গেল ক’রো’না ভা’ইরা’সের নতুন ধরন ওমিক্রন। আজ শুক্রুবার (১৭ ডিসেম্বর) কাতারের জনস্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। জানা যায়, বিদেশ ভ্রমণের পরে কাতারে ফিরে আসা নাগরিক এবং অভিবাসীদের মধ্যেই ৪ জনের শরীরে পাওয়া যায় ওমিক্রন।
৪ জন ব্যক্তিই নির্দিষ্ট কোয়ারে’ন্টাইন অনুসরণ করছিলেন। তবে কারও হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই। তারা সুস্থ এবং ক’রো’না পরীক্ষায় নে’গেটিভ ফলাফল না আসা পর্যন্ত সবাই কোয়ারেন্টাইন চালিয়ে যাবে। জানা গেছে, ব্যক্তিদের মধ্যে তিনজন কো’ভি’ড-১৯ ভ্যা’কসি’নের দুটি ডো’জ আগেই পেয়েছেন। দ্বিতীয় ডো’জটি ছয় মাসেরও বেশি আগে দেওয়া হয়েছিল। একজন এখন পর্যন্ত টি’কা নেয়নি।
২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ক’রো’নার নতুন ধরন শনা’ক্তের বিষয়ে সত’র্ক করে। অবশ্য পরে জানা যায়, এর আগেই নেদারল্যান্ডসে পাওয়া গিয়েছিল ধরনটি। তখন এর আনুষ্ঠানিক কোনো নাম না থাকলেও ভ্রমণে কড়াক’ড়ি আরো’পে দেরি করেনি বিশ্ব। আফ্রিকান দেশগুলোর ওপর একের পর এক ভ্রমণ নিষেধা’জ্ঞা জা’রি করে ইউরোপ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ অসংখ্য দেশ।