ক’রো’না ভাই’রাসে আ’ক্রা’ন্ত হয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ৩৪ বছর বয়সী এই ফুটবল তারকার ক্লাব প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি) মেসির ক’রো’নাতে আ’ক্রান্তে’র খবরটি নিশ্চিত করেছে। শুধু মেসি নন, পিএসজির আরও তিন ফুটবলার ক’রো’নার শি’কার হয়েছেন।
পিএসজি এক বিবৃ’তিতে জানিয়েছে, ‘চার ফুটবলার ক’রোনা’ভাই’রাসে আ’ক্রা’ন্ত হয়েছেন। এরা হলেন—লিওনেল মেসি, হুয়ান বার্নেজ, সার্জিও রিকো ও নাথান বিতুমাজালা। বর্তমানে তারা আ’ইসো’লেশনে আছেন। তারা এখন স্বাস্থ্য নির্দেশিকা অনুযায়ী চলবে।’
আগামীকাল সোমবার (৩ জানুয়ারি) পিএসজি ফ্রেঞ্চ কাপে খেলবে ভানেসের বিপ’ক্ষে। তার আগেই আজ রবিবার এমন দুঃ’সংবাদ পেয়েছে প্যারিসের সেরা ক্লাবটি। যে কারণে ফ্রেঞ্চ কাপে খেলা হচ্ছে না মেসিসহ তিন ফুটবলারের।
পিএসজিতে আগে থেকেই নেই ব্রাজিলিয়ান তারকা নেইমার। চো’ট থেকে সেরে ওঠার লড়াইয়ে আছেন এই ফরোয়ার্ডার। তাই মেসি-নেইমারকে ছাড়াই ফ্রেঞ্চ কাপ খেলতে হচ্ছে পিএসজিকে।