কাতারে ঋণগ্রস্তদেরকে সাহায্য করার জন্য কাতার চ্যারিটির পক্ষ থেকে তালিকা করা হয়েছিল, সেই তালিকার সবাইকে সহায়তা করে ঋণ পরিশোধ করতে হলে প্রয়োজন ছিল ২০ কোটি রিয়াল। এই খবর পৌঁছে যায় আমিরের কাছে। আজ সোমবার নাম প্রকাশ না করে কাতারের আমির নিজস্ব তহবিল থেকে এই ২০ কোটি রিয়াল দান করেন কাতার চ্যারিটির তহবিলে। আকস্মিক এমন দানে অবাক হয়ে যান কাতার চ্যারিটির সবাই।
কাতারের সংবাদমাধ্যমগুলোতে এবং কাতার চ্যারিটির বিবৃতিতে এই দাতার নাম উল্লেখ করা হয়নি। তবে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে জানাজানি হয়ে যায়, এই দাতা অন্য কেউ নয়, তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানি।
পবিত্র রমজানে ঋণগ্র’স্তদের মুখে হাসি ফুটাতে এই বিপুল পরিমাণ অর্থ নাম পরিচয় গো’পন রেখে দান করে দিলেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানি। কাতারে ঋণ নিয়ে জর্জরিত ছিল অনেক নাগরিক। এঁদের কারও কারও উপর ঝুলছে আদালতের রায়। ঋণ পরিশো’ধে ব্য’র্থ থাকতে হতো কারাগারে।
এমন অসহায় পরিস্থিতির ঋণগ্রস্ত ব্যক্তিদের জন্য তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছিল কাতার চ্যারিটি। আমিরের এমন মহান কাজে এখন কাতারি নাগরিকদের বুকভরা ভালোবাসা ও দোয়ায় সিক্ত হচ্ছেন শেখ তামিম বিন হামাদ আলথানি।