কাতারে যারা এখনো করো’নার টি’কা নেননি বা অসম্পূর্ণ ডো’জ নিয়েছেন, তাদের বেলায় কিছু কঠিন শর্ত আরোপ করেছে মন্ত্রী পরিষদ। ৯ মার্চ অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এতে বলা হয়, কাতারে যারা করো’নার টি’কা নেননি বা অসম্পূর্ণ টি’কা নিয়েছেন, তারা কোনো আবদ্ধ জায়গায় প্রবেশ করতে হলে ২৪ ঘন্টার ভেতর করা রে’পিড এন্টিজেন টেস্ট করাতে হবে।
এসব জায়গার মধ্যে রয়েছে: বিয়ে-শাদির অনুষ্ঠান, খেলাধুলার আয়োজন, কনফারেন্স, প্রদর্শনী এবং যে কোনো ইভেন্ট, রেস্টুরেন্ট এবং কফিশপ, সুইমিং পুল এবং ওয়াটার পার্ক, থিয়েটার ও সিনেমা হল।
এসব জায়গায় প্রবেশের ক্ষেত্রে টি’কাবিহীনরা ধারণক্ষমতার ২০ ভাগ ব্যবহার করার সুযোগ পাবেন। এই সিদ্ধান্ত ১২ মার্চ থেকে কার্যকর থাকবে। তবে যারা টি’কা নিয়েছেন, তাদের বেলায় কোনো বদ্ধ জায়গায় প্রবেশে ধারণক্ষ’মতার কোনো শর্ত থাকবে না।