মালয়েশিয়ায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে ৩০ তলা থেকে পড়ে মোহাম্মদ জামির নামে এক বাংলাদেশি শ্রমিক নিহ’ত হয়েছেন। আসন্ন ঈদের ছুটিতে দেশে এসে বিয়ে করার কথা ছিল তার। বুধবার স্থানীয় সময় ৩টার দিকে দেশটির ইপু প্রদেশের শহরে এ দুর্ঘট’না ঘটে।
নিহত মোহাম্মদ জামির কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজুম নয়াপাড়ার আমান উল্লাহর ছেলে। নিহ’তের বাবা জানান, তিন বছর আগে জামির মালয়েশিয়া যান। রাজধানী কুয়ালালামপুরের পাশেই ইপু প্রদেশে একটি কোম্পানিতে শ্রমিকের কাজ শুরু করেন।
বুধবার সেখানে একটি নির্মাণাধীন ভবনের ৩০ তলায় কাজ করতে গিয়ে নিচে পড়ে ঘটনাস্থলেই নিহ’ত হন তিনি। জামিরের চাচা শাহাদাত জানান, লা’শ দেশে আনার প্রক্রিয়া চলছে। জামির এখনো বিয়ে করেনি। এবার ঈদের ছুটিতে এসে বিয়ে করার কথা ছিল।