মানসিক অবসা’দের কারণে দক্ষিণ আফ্রিকায় সিরিজে খেলতে চাইছিলেন না দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বোর্ডকে চিঠি দিয়ে জানিয়েছিলেন সে কথাও। অবশেষে সব নাটকীয়তার অবসান ঘটিয়ে প্রোটিয়াদের বিপক্ষে সিরিজে খেলতে রাজি হয়েছেন তিনি। সব ঠিক থাকলে আজ রাতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওয়ানা দেয়ার কথা তার। প্রোটিয়া সিরিজে খেলার জন্য রাজি হওয়ার পর বি’স্ফো’রক এক তথ্য প্রকাশ করেছেন সাকিবে গুরু খ্যাত নাজমুল আবেদিন ফাহিম।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের স্পোর্টস বিষয়ক এক অনুষ্ঠানে সাক্ষাৎকার দিতে গিয়ে এমন বি’স্ফো’রক তথ্য প্রকাশ করেন নাজমুল আবেদিন ফাহিম। সাকিবের প্রোটিয়া সিরিজে খেলতে রাজি হওয়ার বিষয় নিয়ে কথা বলতে গিয়ে নাজমুল আবেদিন ফাহিম জানান, ১৪তম আইপিএল থেকেই ‘মান’সিক সমস্যায়’ ভুগছিলেন সাকিব। করো’নার প্রকো’প বৃদ্ধির ফলে মাঝপথে স্থগিত হয়ে যাওয়া আইপিএল থেকে (ভারত) দেশে ফিরে কঠোর কোয়ারেন্টাইনের মধ্যে পড়তে হয়েছিল এ অলরাউন্ডারকে। সে সময় সাকিবের মানসিক অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে, ‘আ’ত্ম’হ’ত্যা’র চিন্তাও করেছিলেন।’
সাকিবের গুরু ফাহিম বলেন, ‘আইপিএলের বায়োবাবল থেকে আসার পর সাকিবকে দেশে ১৪ দিনের কো’য়ারেন্টাইন পালন করতে হয়েছে। যেটার জন্য সাকিব একেবারে প্রস্তুত ছিল না। ওদের (সাকিব, মোস্তাফিজ) বলা ছিল, দুদিন কঠোর কোয়ারেন্টাইন করতে হবে, তারপর চলে যেতে পারবে। তবে ওকে (সাকিব) ১৪ দিনের কোয়ারেন্টাইন করতে হয়েছিল। এটা ওর জন্য প্রথম ধা’ক্কা। আমি জানি, তখন ও (সাকিব) সুই’সাইডা’ল চিন্তাভাবনার মধ্যে ছিল।’
আইপিএলের গত আসরে নামের প্রতি সুবিচার করতে ব্য’র্থ ছিলেন সাকিব। যার ফলে দেশের মাটিতে আফগান সিরিজে নিজের মতো খেলতে পারেননি। তবে এত কিছুর পরও আইপিএলের ১৫তম আসরের নিলামে দল না পাওয়ায় সাকিব মান’সিকভাবে আরও ভে’ঙে পড়েন বলে ধারণা করেন নাজমুল আবেদিন ফাহিম। এটাকেও সাকিবের মানসিক অ’সুস্থতার কারণ হতে পারে বলে মনে করেন তিনি।
নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘এমন হতেই পারে সে নিজেকে অবমূল্যায়িত মনে করেছে (আইপিএলে দল না পেয়ে)। সেটা একটা আঘাত হতে পারে। আপনি একজন আর্টিস্ট যেখানে আপনার জায়গা পাওয়ার দরকার ছিল, নিশ্চিত ছিলেন, তবে সেটা পাননি। ফাহিম স্যার আরও বলেন, ‘আপনি আপনাকে নিয়ে অনেক বেশি চিন্তা-ভাবনা করা শুরু করে দিয়েছেন। সেটা আপনাকে খারাপভাবে আঘা’ত করেছে, এটা হতে পারে কিন্তু। যেকোনো মানুষের হতে পারে। অনেক কারণেই অনেক কিছু হতে পারে। সাকিবের বিষয়েও এটা হতে পারে।’
ক্রীড়াঙ্গনে খেলোয়াড়দের মানসিক অবসাদের ভো’গার বিষয়টি নতুন কিছু নয়। মানসিক অবসাদের কারণে ক্রিকেটকে অনেক তারকা ক্রিকেটারই বিদায় জানিয়েছেন। তাদের মধ্যে জোনাথান ট্রট, সারাহ টেইলর, মার্কাস ট্রেসকো’থিকের মতো ক্রিকেটাররা ক্যারিয়ারের সেরা ছন্দে থাকা অবস্থায় অবসরে চলে যান।