মহামারি ক’রো’নার মধ্যে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎস পবিত্র ঈদুল ফিতর উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন কাতার প্রবাসী বাংলাদেশিরা। ক’রো’নার কারণে গতবারের মতো এবারের ঈদও সাদামাটাভাবে পালন করবেন তারা বলে জানা গেছে। নিজেরা ঈদের কেনাকাটা না করলেও দেশে থাকা আত্মীয়স্বজনদের জন্য অর্থ পাঠাচ্ছেন তারা।
সিয়াম সাধনার মাস রমজান শেষের পথে শুরু হয়েছে ঈদের প্রস্তুতি। মহামা’রি ক’রো’নার মধ্যে দ্বিতীয়বারের মতো মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে আর দিন কয়েক পরেই।
করোনার কারণে গতবারের মতো এবারও সাদামাটাভাবে ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন কাতার প্রবাসী বাংলাদেশিরা।প্রবাসীরা জানান এখনো নিজেরা ঈদের কেনাকাটা না করলেও দেশে থাকা পরিবার-পরিজনের জন্য অর্থ পাঠিয়েছেন তারা।
কঠোর বিধিনিষেধের কারণে কাতারের ক’রো’না পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণের পথে। মসজিদগুলোতে পাঁচ ওয়াক্ত নামাজ এবং জুমার নামাজ অনুষ্ঠিত হলেও রমজানের তারাবির নামাজ অনুষ্ঠিত হয়নি। তবে ঈদের জামাত অনুষ্ঠিত হবে কি না, তা এখনো জানায়নি দেশটির সরকার। গত বছরও ক’রো’নার কারণে কাতারে খোলা স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি।