নেত্রকোনার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া এক তরুণীর (২০) সঙ্গে ওই হাসপাতালের ওয়ার্ডবয় অ’নৈতিক শা’রী’রি’ক স’ম্প’র্কে লি’প্ত হয়েছে। সি’সিটি’ভি ফুটে’জে এর প্রমাণও মিলেছে। এ ঘটনায় এলাকার সচে’তন মহলে ক্ষো’ভের সৃষ্টি হয়েছে।
জানা যায়, পাশের উপজেলা আটপাড়ার বাউশা খলাপাড়া গ্রামের এক তরুণী পে’ট ব্য’থা নিয়ে ২৮ এপ্রিল বিকালে ম’দন হাসপাতালে ভর্তি হয়। ম’দন হাসপাতালে আউটসোর্সিং এ নিয়োগ প্রাপ্ত ওয়ার্ডবয় মোরাদ (২৫) ওই তরুণীর সাথে হাসপাতাল বেডে অ’নৈ’তিক শা’রী’রিক সম্প’র্কে লি’প্ত হয়েছে এমন অ’ভিযো’গ ওঠে।
এ ঘটনায় আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সৈয়দ সাঈম হাসান রিয়াদকে প্রধান করে তিন সদস্যের একটি তদ’ন্ত কমিটি গঠন করে ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের আদেশ দেন হাসপাতাল কর্তৃপক্ষ। ওই তরুণীর সাথে ওয়ার্ডবয় মোরাদ অ’নৈ’তিক সম্প’র্কে লি’প্ত হওয়ার সত্য’তা মিলেছে হাসপাতালের সি’সি’টিভি ফু’টে’জে। বিষয়টি উল্লেখ করে তদন্ত কমিটি রবিবার (৯ মে) হাসপাতাল কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন দাখিল করে।
তদন্ত কমিটির প্রধান ডা. সৈয়দ সাঈম হাসান রিয়াদ ওয়ার্ডের সিসিটিভির ফুটেজের বরাত দিয়ে জানান, ওয়ার্ডবয় মেরাদের সাথে ভর্তি হওয়া তরু’ণীর অ’নৈতিক কা’জের সংশ্লি’ষ্টতা রয়েছে। তদ’ন্ত প্রতিবেদন হাসপাতাল কর্তৃপক্ষের নিকট দাখিল করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানূল হক জানান, আউটসোর্সিং এ নিয়োগপ্রাপ্ত ওয়ার্ডবয়ের সাথে ভর্তি হওয়া রোগীর অনৈতিক কাজের সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে যথাযত ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত প্রতিবেদনটি নেত্রকোণা সিভিল সার্জন বরাবর প্রেরণ করা হয়েছে।