কাতারে সম্প্রতি বেড়েছে সোনার দাম। ফলে এই সময়ে যারা সোনার অলংকার কেনার কথা ভাবছেন, তাদের জন্য এটি কিছুটা দুঃসংবাদ। আজ ২৫ মে সোমবার কাতারের কয়েকটি জুয়েলারি প্রতিষ্ঠানে বিক্রেতাদের সঙ্গে কথা বলে সোনার যে সর্বশেষ রেট জানা গেছে, তা পাঠকদের জন্য তুলে ধরা হচ্ছে-
২৪ ক্যারেট প্রতি গ্রাম ২৩১ রিয়াল।, ২২ ক্যারেট প্রতি গ্রাম ২১৮ রিয়াল।, ২১ ক্যারেট প্রতি গ্রাম ২০৪ রিয়াল।, ১৮ ক্যারেট প্রতি গ্রাম ১৭৮ রিয়াল।, মনে রাখা ভালো, ১১.৬৬ গ্রামে এক ভরি হয়ে থাকে।
বাংলাদেশে বেড়েছে সোনার দাম: স্বর্ণের অলংকার কেনার সময় উপরে উল্লেখিত এই প্রতি গ্রামের মূল্যের সঙ্গে মেকিং চার্জ বা বানানোর খরচ যোগ হয়ে থাকে যা ডিজাইনের উপর নির্ভর করে।