রাজধানীর দক্ষিণখানে মসজিদের সেফটি ট্যাংক খ’ণ্ডি’ত অ’র্ধগলি’ত ম’রদে’হ উ’দ্ধা’র হওয়ার ঘটনায় এবার নি’হতে’র স্ত্রী আসমা আক্তারকে আ’টক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)। মঙ্গলবার (২৫ মে) রাতে রাজধানীর আব্দুল্লাহপুর থেকে তাকে আ’টক করা হয়।
র্যাব জানায়, আসমা আক্তারই তার স্বামী আজহার ‘হ”ত্যা’কা”ণ্ডে’র প’রিক’ল্পনাকা’রী। তার পরিক’ল্পনাতেই আজহারকে গ’লাকে”টে ‘ম’র’দে’হ ছয় টু’ক’রা করে সেফটি ট্যাংকে ফেলে দেন মসজিদের ইমাম আব্দুর রহমান।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, ‘হ”ত্যা”কা’ণ্ডে’র পরি’ক’ল্পনাকারী ভি’ক্টি’মের স্ত্রী আসমা আক্তারকে আ’ট’ক করা হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বামীর ‘হ”ত্যা”কা’ণ্ডে সংশ্লিষ্টতার বিষয়টি জানা গেছে।
এর আগে মঙ্গলবার (২৫ মে) সকালে সরাসরি ‘হ”ত্যা”কা”ণ্ডে জ’ড়িত মসজিদের ইমাম আব্দুর রহমানকে আ’টক করে র্যাব-১। আজহারের স্ত্রীর স’ঙ্গে প’রকী’য়ার জে’রে তাকে গ”লা’কে’টে ম’র’দেহ ৬ টুকরা করে সেফটি ট্যাংকে ফেলে দেন আব্দুর রহমান।