মালয়েশিয়ার একটি পাম বাগান থেকে মানুষের মাথার একটি খু’লি ও বেশ কয়েকটি হাড়ের টুক’রো উ’দ্ধার করেছেন এক বাংলাদেশি নাগরিক। স্থানীয় সময় বুধবার (২৬ মে) সকাল সাড়ে ১১টার দিকে দেশটির পেরাক রাজ্যের তেলুক ইন্তান জেলার বাতু ৫ এর জালান মাহারাজালেলা এলাকার সেরি ইন্তান পাম বাগানে কাজ করার সময় তিনি মানব দেহের খু’লি ও বেশ কয়েকটি হাড়ের টুকরো খুঁজে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে সেগুলো উ’দ্ধার করে।
পেরাক রাজ্যের জেলা পুলিশ প্রধান এসিপি আহমদ আদনান বাসরী জানান, সকাল সাড়ে ১১টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলের আশেপাশের এলাকায় ক্লোজড সার্কিট ক্যা’মেরা অথবা সিকিউরিটি গার্ড না থাকায় (ডি-১০) ফরেনসিক ইউনিটের কর্মী ও পেরাক পুলিশ সদর দফতরের গোয়ে’ন্দা কুকুর ইউনিট (কে-৯) ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় ঘটনাস্থল থেকে ২২টি নমুনা ও মাটির নমুনা সং’গ্রহ করা হয়। মাথার খুলি এবং হাড়ের টুকরোগুলো ময়নাত’দন্তে’র জন্য স্থানীয় তেলুক ইন্তান হাসপাতালের ফ’রেনসি’ক বিভাগে পাঠানো হয়েছে। তিনি আরও জানায়, যারা পরিবারের একজন সদস্যকে হা’রিয়ে’ছেন তাদের কে পুলিশের সাথে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। যাতে ভু’ক্তভো’গীর পরিচয় খুঁজে বের করতে তদ’ন্তে সহায়তা করা যায়।