সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরে গ্যাস সিলিন্ডার বি;স্ফো;র;ণ হয়ে মাহবুব আলম আলফু নামে এক প্রবাসী বাংলাদেশি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৮ বছর।
নি;;হ;;ত মাহবুব আলম আলফু কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্রিউলি গ্রামের মুহিব উল্লার ছেলে। তিনি প্রায় ৮ বছর থেকে প্রবাসে বসবাস করছেন। প্রায় দুই বছর আগে ছুটি কাটিয়ে আলফু সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরে ফিরে যান।
বিবাহিত আলফুর ২ বছর বয়সী এক কন্যাসন্তান আছে। প্রবাসী মাহবুব আলম আলফুকে হারিয়ে পরিবারে চলছে শো;কে;র মা;ত;ম। শারজাহ প্রবাসী নি;;হ;;ত মাহবুব আলম আলফুর বন্ধু সৈয়দ আবুল হাসান রুমান জানান, ২৪ মে গ্যাস সিলিন্ডার বি;স্ফো;র;ণে আলফু অ;গ্নি;দ;গ্ধ হন।
গুরুতর আ;হ;ত;; অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মারা যান তিনি। ক’রোনা’র কারণে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের বিমান চলাচল বন্ধ রয়েছে। নি;;হ;;ত আলফুর অসুস্থ মা-বাবা শেষবারের মতো ছেলের মুখটা দেখতে করছেন আহাজারি।