পোশাকের প্রতি আলাদা আগ্রহ আছে ফ্যাশন সচেতন চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার। নিজ ছবির জন্য বেছে বেছে নিজেই পোশাক কেনেন। যা আবার অনেক সময় ব্যবহার করাই হয় না। এবার সেসব কাপড়গুলো তিনি দিলেন নিম্ন আয়ের মানুষদের জন্য।
রাজধানীর ঢাকা উদ্যানে বস্তির সুবিধা ব’ঞ্চিতদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা সংগঠন সুইচ-বাংলাদেশ ফাউন্ডেশনের মাধ্যমে তা আগামী কোরবানির ঈদে তুলে দেওয়া হবে। সংগঠনের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। গতকাল তারা ফারিয়ার কাছ থেকে দুই শতাধিক পোশাক সংগ্রহ করেছেন বলেও জানান। জানা গেছে, ‘১০ টাকায় কাপড়’ নামের বিশেষ প্রকল্পে এগুলো বস্তির মানুষের মাঝে বিতরণ করা হবে।
নুসরাত ফারিয়া বলেন, শু’টিংয়ের জন্য প্রায়ই অতিরি’ক্ত কাপড় কেনা হয়। যা অনেক সময়ই ব্যবহার করা হয় না। আবার একবার পরা হয়েছে এমন অনেক কাপড়ও আছে। যখন শুনলাম, তাদের এই প্রকল্পে এ ধরনের পোশাকই সংগ্রহ করা হচ্ছে। তখন আর দেরি করলাম না। তাদের সঙ্গে থাকতে পেরে সত্যিই খুব ভালো লাগছে।