পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশ আজ (মঙ্গলবার) থেকে মাঠে গড়াচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। আবুধাবিতে পৌঁছে কো’য়ারে’ন্টাইনে আছেন করাচি কিংসের তারকা ব্যাটসম্যান বাবর আজম। এমন সময়ে ছড়িয়ে পড়লো খুশির খবরটা। বাবর আজম নাকি বাগ’দান সেরে তবেই পা রেখেছেন সংযুক্ত আরব আমিরাতে। বিয়ের আনুষ্ঠানিকতা হবে আগামী বছর।
বাবরকে অবশ্য পা’ত্রী খুঁজতে ঘা’ম ঝরাতে হয়নি। পাকিস্তান অধিনায়ক যে বিয়ে করছেন তারই চাচাতো বোনকে! দুই পরিবারের সম্মতিতেই সবকিছু ঠিকঠাক হয়েছে। বাবর আবার বিয়ে-শাদীর ব্যাপারটি গোপ’নই রাখতে চেয়েছিলেন। কিন্তু এমন খবর কি আর গো’পন রয়! ‘জিও নিউজ উর্দু’ জানিয়েছে, বাবরের বাগদান সম্পর্কে ঠিকই ওয়াকিবহাল আছেন তার সতীর্থ ও বন্ধুরা।
মজার ব্যাপার হলো, পাকিস্তান দলের বর্ষীয়ান ক্রিকেটার আজহার আলি সম্প্রতি টুইটারে ভ’ক্তদের সঙ্গে একটি প্রশ্নোত্তর সেশনের আয়োজন করেছিলেন। যেখানে এক ভক্ত বর্তমান অধিনায়ক বাবর সম্পর্কে কিছু বলতে বলেন আজহারকে। আজহার বাবরকে উদ্দেশ্য করে মজা করে উত্তর দেন, ‘বিয়ে করে নাও।’
বোঝাই যাচ্ছে, আজহার হয়তো ব্যাপারটি আগে থেকেই জানেন। তাই ভ’ক্তের সঙ্গে এমন মজার ছলে উত্তর দিয়েছেন। কিন্তু বাইরের কেউ আ’ন্দাজও করতে পারেননি, তলে তলে জল এতদূর গড়িয়েছে!