একটি অ’পহ’রণ মা’মলায় অন্তবর্তীকালীন জা’মিন নিতে বোরকা পরে আ’দালতে হাজির হন এক ব্যক্তি। পরে পুলিশের স’ন্দেহ হলে তাকে গ্রে’প্তার করা হয়। আজ বুধবার পাকিস্তানের লাহোর হাইকোর্টে এ ঘটনা ঘটে।
পাকিস্তানের সংবাদমাধ্যম আরি নিউজ জানায়, বোরকা পরে জামিন নিতে আসা ওই ব্যক্তির নাম সরফরাজ। তার বেশভুষা দেখে স’ন্দেহ হওয়ার পর তাকে গ্রে’প্তার করে পুলিশ। এরপরই বেরিয়ে আসে আসল স’ত্য।
লাহোরের মিশ্রি সাহা এলাকায় বিয়ে করেছিলেন সরফরাজ। কিন্তু মেয়ের পরিবার তার বি’রু’দ্ধে অপ’হর’ণের মা’ম’লা দা’য়ের করে। এদিন সেই মাম’লায় আ’গাম জা’মিন নিতে এসে পুলিশের হাতে গ্রে’প্তা’র হয়েছেন সরফরাজ।
পুলিশকে সরফরাজ বলেন, মেয়ের পরিবারের সঙ্গে সংঘাত ও গ্রেপ্তার এড়াতে বোরকা পরে আ’দালতে হা’জির হওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এ ঘটনায় পুলিশ জানিয়েছে, সরফরাজের বি’রু’দ্ধে আই’ন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।