এক সাক্ষাৎকারে শবনম ফারিয়া বলেন, ‘আম্মু খুব চিন্তায় ছিলেন। বলতেন, অ’ভিনয় নাকি কোনো পেশা হতে পারে না। এ–ও বলতেন, এত টাকা খরচ করে পড়াশোনা করিয়েছি, কী’ লাভ হলো।
আমা’র চাকরির খবরে আম্মু এখন অনেক খুশি। তাঁর খুশিতে আমিও খুশি। প্রসঙ্গত, ফারিয়ার চাকরিতে যোগদানের বিষয়টি ই–ভ্যালির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বি’জ্ঞপ্তির মাধ্যমেও নিশ্চিত করা হয়েছে।
২০১৩ সালে নাটকে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক ঘটে শবনম ফারিয়ার। এরপর শুধুই এগিয়ে গেছেন। নাটকের পাশাপাশি ২০১৮ সালে জয়া আহসান প্রযোজিত-অভিনীত ‘দেবী’ চলচ্চিত্রে অভিনয় করে দারুণ প্রশংসিত হয়েছেন শবনম ফারিয়া। অর্জন করেছেন সেরা অভিনয়শিল্পী হিসেবে মেরিল-প্রথম আলো পুরস্কারও।