দেশে অ’শ্লী’লতা, অ’পসংস্কৃতি ও স’হিং’সতা ছ’ড়িয়ে দেয়া টিকটক-লাইকির মতো বি’তর্কি’ত অ্যাপগুলো ব্যবহারে নিষেধা’জ্ঞা চায় র্যা’পিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। র্যাব বলছে, এসব অ্যাপের মাধ্যমে তরুণ-তরুণীরা অ’পসংস্কৃতি অনুসরণ করে ভিডিও তৈরি করছেন, যাতে স’হিং’স ও কু’রুচি’পূর্ণ আ’ধেয় থাকে।
সম্প্রতি ভারতে নিয়ে এক বাংলাদেশি তরুণীকে ‘যৌ’ন ‘নি”র্যা’ত’নে’র ঘটনায় বিষয়টি নজরে আসে প্রশাসনের। এ ঘটনার সূত্রপা’তে টিকটকসহ বি’তর্কি’ত অ্যা’পগুলো নি’ষি’দ্ধের দা’বি এসেছে র্যাবের পক্ষ থেকে। সংস্থাটির মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, টিকটক-লাইকিসহ বিতর্কিত অ্যাপগুলো নি’ষি’দ্ধ করার সময় এসেছে।
শনিবার (৫ জুন) রাজধানীতে ‘কিশোর অ’পরা’ধ বৃদ্ধিতে সোশ্যাল মিডিয়ার অ’পব্যবহার’ নিয়ে বিত’র্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। র্যাব ডিজি জানান, টিকটক-লাইকিসহ বিভিন্ন মোবাইল অ্যাপ ব্যবহারকে কেন্দ্র করে সংঘ’টিত বিভিন্ন অপরা’ধের অ’পরা’ধীদের তালিকা করা হচ্ছে।
তিনি বলেন, ৮২ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যমে থাকে। বিভিন্ন অ’পরা’ধের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমও অনেকাংশে দায়ী। র্যাব ডিজি আরও বলেন, প্রযুক্তিকে গ্রহণ করে নেতিবাচক দিকগুলো পরিহার করতে হবে। যে কোনো ধরনের অ’পরা’ধ করে পার পাওয়ার সুযোগ নেই। অ’পরা’ধ করে এখন আর কেউ পার পা’চ্ছে না। এরপরও কেউ অ’পরা’ধ করলে ক’ঠোর ব্যবস্থা নেয়া হবে।