ওমানে আসলো দুই লাখ দশ হাজার ডো’জ করো’না ভ্যা’কসিনের নতুন চালান। ওমান নিউজ এজেন্সি (ওএনএ) তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ‘‘ক’রো’না প্রতিরো’ধে জুন থেকে দেশে গণ টি’কাদান কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নতুন দুই লাখ ১০ হাজার ক’রো’না ভ্যা’কসি’ন ওমানে এসে পৌঁছিয়েছে। গতকাল (৬-জুন) মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে এই নতুন ডো’জ এসে পৌঁছায়।
এদিকে, ক’রো’না ম’হামা’রি প্র’তিরো’ধে দেশটির সকল মানুষকে দ্রুত ক’রো’না ভ্যা’ক’সি’নের আওতায় নিয়ে আসার জন্য চলতি মাস থেকে ওমানে শুরু হয়েছে গণ টি’কা’দান কর্মসূচি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিকল্পিত এই টিকাদান কর্মসূচিতে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে সকল সরকারী কর্মী, সামরিক বাহিনী, রয়্যাল ওমান পুলিশের সদস্য, ডিপ্লোমা পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী ও তার সাথে জড়িত সকল কর্মচারী, তেল ও গ্যাসসহ দেশের সকল স্থল বন্দর ও বিমানবন্দরে কর্মরত কর্মচারী, ৪৫ বছর বা তার বেশি বয়সী নাগরিক এবং তীর্থযাত্রীরা।