কাতারে প্রতিদিনই কমছে করোনায় আ’ক্রা’ন্ত ও মৃ’ত্যুর সংখ্যা। আ’ক্রা’ন্তের হার কমে আসায় আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে দেশটির জনজীবন। এরই মধ্যে প্রথম ধাপের বিধিনি’ষেধ প্রত্যাহার করা হয়েছে।
গত ২৪ ঘন্টায় মৃ’ত্যুর সংখ্যা আজ শূন্য এবং নতুন আ’ক্রা’ন্তের সংখ্যা মাত্র ১০০। আজ সোমবার কাতার স্বাস্থ্য কর্তৃপক্ষ আরও জানায়, এখন পর্যন্ত কাতারে ক’রো’নায় মৃ’ত্যুবরণকারী ব্যক্তির সংখ্যা ৫৬৯। বর্তমানে কাতারে মোট আ’ক্রা’ন্ত ২ হাজার ৫৯৪ জন।
করো’নার নতুন সংক্র’মণ ঠেকাতে ব্যাপকহারে চলছে করো’নার টি’কাদান কার্যক্রম। গত ২৪ ঘন্টায় ২৪ হাজার ৭০৩ জনকে করোনা টি’কা দেওয়া হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত কাতার স্বাস্থ্য কর্তৃপক্ষ মোট ২৭ লাখ ৯৪২ ডোজ টি’কা বিতরণ করেছে।