মালয়েশিয়ায় কো’ভি’ড-১’৯ ম’হামা’রী মো’কাবেলায় চলমান মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও) ল’কডাউন আবারও ২ সপ্তাহের জন্য বৃদ্ধি করা হয়েছে। চলমান ল’কডাউন এমসিও আগামী ১৪ জুন পর্যন্ত বহাল ছিল। আগামী ১৫ জুন থেকে বাড়িয়ে ২৮ জুন পর্যন্ত বহাল করা করা হয়েছে।
শুক্রবার(১১ জুন) বিকেলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তান সেরী মহিউদ্দিন ইয়াসিন এর নের্তৃত্ব জাতীয় নিরাপ’ত্তা কাউন্সিল (এনএসসি) এর সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিনিয়র মন্ত্রী দাতুক ইসমাইল সাবরী ইয়াকুব স্থানীয় গণমাধ্যমের সাথে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বর্তমান পরিস্থিতিতে প্রতিদিন ক’রো’না সং’ক্র’মন ৫ হাজার এর উপরে এবং মৃ’ত্যু ৫০ এর উপরে থাকায় ল’কডা’উন চালিয়ে যাওয়ার সিদ্বান্ত নেওয়া হয়েছে। ল’কডাউনে লাখ লাখ বাংলাদেশী প্রবাসী এখন গৃহব’ন্দী অবস্থায় আছে।
তাদের সবাই এখন কর্মহীন বেকার। গত ২৪ ঘণ্টায় ক’রো’না আ’ক্রান্ত হয়েছেন ৬৮৪৯ জন, ক’রো’নায় মা’রা গেছেন ৮৪ জন। দেশটিতে ক’রো’নায় মা’রা গেছেন ৩৭৬৮ জন। প্রবাসী বাংলাদেশিরা ক’রো’নায় আ’ক্রা’ন্ত হওয়ার খবর পাওয়া গেলেও ক’রো’নায় মা’রা যাওয়ার খবর পাওয়া যায়নি।