সৌদিআরবের রাজধানী রিয়াদে মো: সোহাগ (২৩) শুক্রবার (১১ জুন) ক’রো’নাভা’ইরা’সে আ’ক্রা’ন্ত হয়ে রিয়াদের একটি হাসপাতালে চিকিৎসা অবস্থায় মৃ’ত্যু’বরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃ’ত সোহাগ (২৩) লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ৭নং বামনী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাগরদী মোল্লাবাড়ির মিরাজ মোল্লার বড় ছেলে।
নি’হতে’র আত্মীয় সূত্রে জানা যায়, পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে পরিবারের মা’য়া ত্যা’গ করে অল্প বয়সেই পাড়ি জমান মরুর দেশ সৌদিআরবে। তিনি খুবই হাস্যজ্জল এবং কর্মঠ ছিলেন। সোহাগের অ’কাল মৃ’ত্যুতে তার আত্মীয়গণ গ’ভীর শো’ক প্রকাশ করেন এবং মরহু’মের আ’ত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদ’না জ্ঞাপন করেন।
সৌদি আরবে বাংলাদেশী সংগঠন ‘আমরা সৌদিআরব বাংলাদেশী প্রবাসী’ এবং ‘সৌদিআরব রিয়াদ প্রবাসী’র পক্ষ থেকে গভীর শোক প্র’কাশ করা হয়। বর্তমানে মৃত মো: সোহাগ (২৩)এর ম’রদে’হ রিয়াদের হাসপাতালের হিম ঘরে সংরক্ষিত রয়েছে।