কাতারে কোথাও যদি মোটর সাইকেলে বিকট শব্দ ব্যবহার করা হয়, তবে ওই মোটরসাইকেলের মালিককে ৩ হাজার রিয়াল জরিমা’না করা হবে। পাশাপাশি মোটর সাইকেলটিকে সর্বোচ্চ ৩ মাসের জন্য জ’ব্দ করে রাখা হতে পারে।
কাতার ট্রাফিক পুলিশের সচেতনতা বিভাগের পরিচালক কর্নেল ড. মুহাম্মদ আলহাজেরি কাতার রেডিওর এক অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেন, কাতার ট্রাফিক আইনের ৫৮ ধারা অনুসারে এ ধরণের বির’ক্তিকর শব্দ তৈরি করা দ’ন্ডনীয় অপ’রাধ হিসেবে গণ্য করা হয়।
কাতারে অনেকক্ষেত্রে দেখা যায়, বিভিন্ন ট্রাফিক সিগন্যালে বা আবাসিক এলাকা অতিক্রম করার সময় অনেক মোটরসাইকেল বিকট শব্দ করে অন্যদের জন্য বিরক্তি তৈরি করে। শুধু মোটরসাইকেল দিয়ে নয়, বরং যে কোনো যানবাহন দিয়ে এমন বিকট শব্দ তৈরি করা দ’ন্ডনীয় অপ’রাধ।