নিঃস’ন্দেহে ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। ৯০ মিনিটের এই খেলায় খেলোয়াড় এবং দর্শকদের মধ্যে বেশ উ’ত্তেজ’না ছ’ড়িয়ে পড়ে। আর খেলা মানেই রেকর্ড ভা’ঙ্গার প্রতিযোগিতা। একজন খেলোয়াড়ের রেক’র্ড আরেক খেলোয়াড় ভে’ঙ্গে দিয়ে নতুন রেকর্ড গড়বে, সৃষ্টি করবে নতুন এক ইতিহাস।
কুষ্টিয়ার খোকসা উপজেলায় আর্জেন্টিনার ফুটবল ম্যাচ দেখে বাড়ি ফেরার পথে জসিম উদ্দিন (৩০) নামে এক যুবককে পি’টি’য়ে হ’-‘ত্যা’র অভি’যোগ উঠেছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আয়ুব আলীর বি’রু’দ্ধে। মঙ্গলবার (১৫ জুন) সকাল সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃ’ত্যু হয়। এর আগে সোমবার (১৪ জুন) রাতে খোকসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলীর পুকুরে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকেই চেয়ারম্যান ও তার লোকজন আ’ত্মগো’প’নে রয়েছেন।
নি’হত জসিমের ভাই কারশেদ উদ্দিন জানান, সোমবার (১৪ জুন) রাতে আর্জেন্টিনার ফুটবল ম্যাচ দেখে বাড়ি ফেরার পথে খোকসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলীর পুকুরে গো’পনে মাছ ধ’রতে যায় জসিম। টের পেয়ে তাকে ধ’রে চেয়ারম্যান ও তার ছেলেরা মিলে পে’টা’য়। পরে আ’হত অবস্থায় অ’জ্ঞা’ত লোকজন তাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।
আজ মঙ্গলবার (১৫ জুন) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ’ত্যু হয়। এ ঘটনার পর থেকেই চেয়ারম্যান ও তার লোকজন আ’ত্মগো’প’নে রয়েছে। খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. কামরুজ্জামান সোহেল জানান, ওই যুবকের মাথায় মা”রাত্ম’ক জ’খম থাকায় তার ‘মৃ’ত্যু হয়েছে।