মহামা’রী ক’রো’না সং’ক্র’মণ বৃদ্ধির কারণে ৩০ শে জুনের পরিবর্তে আগামী ৩১ শে আগস্ট পর্যন্ত সাধারণ ক্ষমার সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে ওমানের শ্রম মন্ত্রণালয়।
বুধবার (১৬-জুন) ওমান শ্রম মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিত্তে এই ঘোষণা দিয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী দেশটির অ’বৈধ প্রবাসীরা আগামী ৩১ শে আগস্ট নাগাদ সময় পাচ্ছেন কোনো ধরণের জরি’মানা ছাড়াই ওমান ছাড়ার।
সেইসাথে যেসব প্রবাসী অ’বৈধভাবে ইরান, দুবাই পাকিস্তান অথবা অন্য কোনো দেশ থেকে ওমান প্রবেশ করেছেন, তারাও এই সুযোগটি গ্রহণ করে কোনো ধরণের জরি’মানা ছাড়াই নিজ দেশে ফেরত যেতে পারবেন।
সেক্ষেত্রে এই সুযোগটি গ্রহণের জন্য উক্ত প্রবাসীদের পূর্বের ন্যায় সরাসরি রুই লেবার কোর্ট অথবা নতুন এয়ারপোর্টের ২ তলায় অবস্থিত লেবার কোর্টের অফিসে যেয়ে রেজিস্ট্রেশন করতে হবে। ওমান সরকারের এমন সিদ্ধান্তে ভীষণ খুশি প্রবাসীরা। নতুন এই সিদ্ধান্তের ফলে অনেক প্রবাসী উপকৃত হবে বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা।