রংপুর থেকে ঢাকায় আসার সময় নিখোঁজ হয়েছেন দেশের আলোচিত ইসলামী বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান। ১০ জুন তার সাথে পরিবারের সব রকমের যোগাযোগ বি’চ্ছি’ন্ন হওয়ার আগ মু’হুর্তে জানিয়েছিলেন তাকে দু’টো মোটরসাইকেল থেকে অনুস’রণ করা হচ্ছে। ঢাকার উদ্দেশ্যে রংপুর ত্যা’গের আগে নিজ বাড়িতে মাকে জ’ড়িয়ে ধরে তিনি খুব কা’ন্না করছিলেন। তখন সেজদায় পড়ে নিজের নি’রাপ’ত্তার জন্য তার মাকে দোয়া করতে বলেন আদনান।
তার মা আজেদা বেগম জানান, ঢাকায় গেলে সে নি’রাপদে থাকবে, কিন্তু কোথায় থাকবে সে বিষয়ে বাড়ির কেউ জানাতে পারেননি। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে তিনি তার তিন অনুসা’রীসহ ঢাকার উদ্দেশে রওনা দেন। ১১ জুন (শুক্রবার) সাভারের একটি মসজিদে বক্তৃতা শেষ করে কিছুদিন ঢাকায় থাকার কথা ছিল তার।
তিনি আরও জানান, ঢাকায় যাওয়ার সময় হঠাৎ তাকে বুকে জড়িয়ে খুব কা’ন্না করছিল ত্ব-হা, নামাজে সেজদায় পড়ে তার নি’রাপ’ত্তা ও নি’রাপদে ফিরে আসার জন্য আল্লাহর কাছে দোয়াও করতে বলেছিল সে। এরপর ওই রাত থেকেই তার তিন সঙ্গীসহ নি’খোঁজ তার ছেলে।
এ বিষয়ে রংপুর মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আলতাব হোসেন জানান, ত্ব-হা’র নিখোঁজের বিষয়ে থানায় জি’ডি করা হয়েছে। তার মা থানায় জিডিটি করেছেন। জিডির বিষয়ে তদন্ত চলছে।