আটদিন নি’খোঁজের পর ফিরে আসা আলোচিত ধর্মীয় বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানসহ তিনজনের জবানব’ন্দি নেয়ার পর ‘নিজ জিম্মায়’ ছেড়ে দেয়া হয়েছে। শুক্রবার (১৮ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ত্ব-হা মুহাম্মদ আদনানের মামা আমিনুল ইসলাম।
এর আগে ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান ও তার সফর সঙ্গীদের জিজ্ঞাসাবাদের জন্য আ’দালতে তোলা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অ’পরাধ) আবু মারুফ হোসেন বলেন, ইসলামী বক্তা আবু ত্ব-হা ও তার সফর সঙ্গীদের ডিবি কার্যালয় থেকে রংপুর কোতয়ালি ম্যাজিস্ট্রেট আ’দালত তোলা হয়েছে।
এ ছাড়া তিনি আরো বলেন, আদালতের সিন্ধান্ত অনুযায়ী তাদের বিরু’দ্ধে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১০ জুন) রংপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়ার পর রাজধানীর গাবতলী থেকে নিখোঁজ হন আলোচিত ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান ও তার সফর সঙ্গীরা। এর পর পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে তা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করে তার পরিবার।