ম’হামা’রী ক’রো’না সং’ক্র’মণ রো’ধে আগামীকাল (২০-জুন) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অনি’দৃষ্টকালের জন্য ল’কডা’উন ঘোষণা করা হয়েছে। আজ শনিবার দেশটির সুপ্রিম কমিটির এক বৈঠকে এই সি’দ্ধান্ত নেওয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০ জুন রাত ৮ টা থেকে ভোর ৪টা পর্যন্ত পূর্বের ন্যায় সকল ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ওমানে দিনদিন খা’রা’প হচ্ছে ক’রো’না পরিস্থিতি। দেশটিতে বৃহস্পতিবার একদিনেই ক’রো’না’য় আ’ক্রা’ন্ত হয়ে নতুন করে নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) ভর্তি হয়েছে ৩৫ রোগী। এছাড়াও আ’ক্রা’ন্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে।ওমান টিভিকে দেওয়া এক সাক্ষাতকারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সং’ক্রা’মক রো’গ নিয়ন্ত্রণ বিভাগের সিনিয়র পরামর্শদাতা ডাঃ অমল বিনতে সাইফ আল-মনি বলেন, “ওমানে ক’রো’না ম’হামা’রী খুব ভালো পর্যায়ে নেই। একদিনে নতুন করে ক’রো’নায় আ’ক্রা’ন্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮০ জন এবং ৩৫ জনকে ভর্তি করা হয়েছে আইসিইউতে।”
আল-মনি আরও বলেন, ‘‘ওমানে আ’ক্রা’ন্তের সংখ্যা যেভাবে বাড়ছে। ঠিক তেমনিভাবে মৃ’তের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। তাই আমাদের এখনি সর্ত’ক হওয়া উচিত। এমতাবস্থায় ক’রো’না থেকে বাঁচতে তিনি সবাইকে মা’স্ক ব্যবহারসহ সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরো’ধ জানিয়েছেন।
তিনি আ’ক্ষে’প করে বলেন, দেশে অনেকেই ভ্যা’কসি’ন গ্রহণের পর সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলছেন না। এই ধরনের সি’দ্ধান্ত দেশে সং’ক্র’মণ বৃদ্ধি করছে। তাই টি’কা গ্রহণের পরেও হাত ধো’য়া, মা’স্ক পরা এবং সামাজিক দূরত্ব মেনে চলতে অনুরোধ জানান তিনি।