ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস তার ছবি পোস্ট করে নিজেকে বিউটিফুল বলেছেন। এ ছবিটি পোস্ট করে অপু ক্যাপশনে লিখেছেন, ‘আই অ্যাম ভেরি বিউটিফুল। অবশ্য তার গায়ের গেঞ্জিতেও লেখা রয়েছে ‘আই অ্যাম ভেরি বিউটিফুল। কয়েকদিন আগে অপু তার ছবি পোস্ট করে বেশ প্রশংসিত হয়েছেন।
অপু বিশ্বাস ১০০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। উপহার দিয়েছেন অ’সংখ্য ব্যবসাসফল সিনেমা। ছবিতে কাজ করার পাশাপাশি স্টেজ শো ও বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করতে দেখা যায় মাঝে মাঝেই।
সাম্প্রতিক সময়ে আগের মতো সেই ব্যস্ততা নেই ক্যারিয়ারে। এখন সংসার-সন্তান সামলে শোবিজে সময় দিচ্ছেন। ২০০৪ সালে আমজাদ হোসেনের ‘কাল সকালে’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন অপু। এরপর ২০০৬ সালে পরিচালক এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ ছবিতে নায়িকা হিসেবে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন তিনি। ছবিটি বক্স অফিস কাঁপানো ব্যবসা করায় অপু বিশ্বাস রাতারাতি তারকায় পরিণত হন।