কাতারে রিয়ালের পুরনো নোট ব্যবহারের সময়সীমা শেষ হচ্ছে এ মাসেই। চলতি জুন মাসের শেষ দিনের মধ্যে প্রত্যেকের কাছে থাকা পুরনো নোট বদলে নতুন নোট সংগ্রহ করতে হবে। ১ জুলাই থেকে আর কোথাও পুরনো নোট ব্যবহার করা যাবে না।
কাতারে বর্তমানে রিয়ালের নতুন যে নোট এসেছে, তা রিয়ালের পঞ্চম সংস্করণ। এর আগের চতুর্থ সংস্করণের পুরনো ডিজাইনের নোটগুলো ব্যবহারের শেষ দিন ৩০ জুন।
তবে পুরনো নোট বদল করার জন্য কোনো ব্যাংকে যেতে হবে না। বরং যে কোনো এটিএমে তা জমা দিয়ে নতুন নোট সংগ্রহ করা যাবে। ফলে প্র’ত্যেকে নিজের সুবিধাজনক সময়ে এই কাজ সেরে নিতে পারবেন।
ইতোমধ্যে কাতারের সব ব্যাংক মোবাইল মেসেজের মাধ্যমে গ্রাহকদেরকে এ ব্যাপারে সত’র্ক করেছে যাতে সবাই ১ জুলাই তারিখের আগে নিজের কাছে থাকা নগদ রিয়ালের পুরনো নোট বদলে ফেলে।
কাতার রিয়ালের বর্তমান সং’স্কর’ণে মোট ৭ ধরণের নোট রয়েছে। এর মধ্যে প্রথমবারের মতো ২০০ রিয়ালের নোট বাজারে ছাড়া হয় কাতারে। এছাড়া আরও আছে ১০০, ৫০০, ৫০, ১০, ৫ ও এক রিয়ালের নোট।