ঢাকা বোট ক্লাবের ভেতরে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের স’ঙ্গে দু’র্ব্য’বহার করেছেন চিত্রনায়িকা পরীমণি। ৯ জুন রাতে ক্লাবের ভেতরের একটি ফু’টেজে ধ’রা পড়েছে এই দৃশ্য।
ফুটেজে দেখা যায়, উল্টো ব্যবসায়ী নাসিরকেই বে’রিয়ে যেতে বলেন পরীমণি। সেখানে দেখা যায়, ক্লাবের একটি টেবিলে বসে ড্রিং’ক করছেন পরীমণি। সঙ্গে ছিলেন অমি ও জিমি। সেখানে উ’ত্তে’জিত পরীমণিকে শান্ত করার চেষ্টা করেন ব্যবসায়ী নাসির।
তার জবাবে নাসির মাহমুদের সাথে দু’র্ব্যব’হার করেন পরীমণি। কথা কা”টাকাটির এক পর্যায়ে ব্যবসায়ী নাসির বলেন, ‘হোয়াট ইজ দিস, প্লিজ স্টপ ইট, ডোন্ট ডু দিস, ইটস ঠু মাচ’। তখন পরীমণি বলেন, অ্যাই যা যা! বেরিয়ে যা!