ম’হামা’রি ক’রো’নাভা’ইরা’স সং’ক্র’মণে’র মধ্যে স্বাস্থ্যবিধি না মেনে হেলিকপ্টারে করে বউ এনে এলাকায় লোক সমাগম করে স্বাস্থ্যবিধি ল’ঙ্ঘ’নের দায়ে ৫০ হাজার টাকা জরি’মানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে শরীয়তপুর সদরের ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনদীপ ঘরাই নতুন জামাইকে এই অর্থদ’ণ্ড করেন।
জানা যায়, সদর উপজেলার আংগারিয়া ইউপির দক্ষিণ ভাসানচর নতুন হাট গ্রামের জাহাঙ্গীর সরদার ছেলে সাগর আহমেদ সরদার সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া নবিনগর উপজেলার ইব্রাহিমপুর এলাকার হাজী আলী করিম খন্দকারের মেয়ে কাউনান খন্দকার বন্যাকে বিয়ে করে হেলিকপ্টার শরীয়তপুরের দক্ষিণ ভাসানচর নতুন হাট নিয়ে আসেন।
হেলিকপ্টারটি ওই গ্রামের একটি ইটের সড়কে লেন করে। পরে পালকিতে করে নতুন বউ বন্যাকে জামাই সাগর আহমেদ সরদারের বাড়িতে নিয়ে যান। তখন অন্তত সহস্রা’ধিক মানুষ জ’ড়ো হয়। তবে বেশিরভাগ মানুষের মুখে ছিল না মা’স্ক। এই অবস্থায় ক’রো’না সং’ক্র’মণ বৃদ্ধির আ’শ’ঙ্কা দেখা দেয়। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাগর আহমেদ সরদারের বাড়িতে পৌঁছে। পরে স্বা’স্থ্যবি’ধি ল’ঙ্ঘ’ন করার অ’পরা’ধে আ’য়োজক সাগর আহমেদ সরদারকে ৫০ হাজার টাকা অ’র্থদ’ণ্ড করেন।
ইউএনও মনদীপ ঘরাই বলেন, ম’হামা’রি ক’রো’নাভা’ইরা’স সং’ক্র’মণের মধ্যে স্বা’স্থ্যবি’ধি না মেনে হেলিকপ্টারে করে বউ এনে এলাকায় লোক সমাগম করে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করেছে। যা ক’রো’না পরিস্থিতিতে দ’ণ্ডনী’য় অ’পরা’ধ। তাই ৫০ হাজার টাকা জরি’মানা করা হয়েছে । কেউ যদি স্বাস্থ্যবিধি ল’ঙ্ঘ’ন করে তার বি’রু’দ্ধে আই’নগত ব্যবস্থা গ্রহণ করা হবে।