কাতার পেট্রোলিয়াম (কিউপি) বুধবার কাতারে জুলাইয়ের জন্য ডিজেল ও পেট্রোলের দাম ঘোষণা করেছে। জুন মাসের তুলনায় কাতারে জুলাই মাসে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে।
সুপার ও প্রিমিয়াম গ্রেডের পেট্রোলে প্রতি লিটারে বেড়েছে ১০ দিরহাম করে। ফলে জুলাই মাসে প্রিমিয়াম পেট্রোল প্রতি লিটার বিক্রি হবে ১.৯৫ রিয়ালে এবং সুপার বিক্রি হবে প্রতি লিটার ২ রিয়ালে। একইভাবে বেড়েছে ডিজেলের দামও। জুলাই মাসে ডিজেল বিক্রি হবে ১৫ দিরহাম বেশি দামে। ফলে প্রতি লিটার ডিজেলের দাম পড়বে ১.৯০ রিয়ালে।
এর আগে মে মাসের তুলনায় কাতারে জুন মাসে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল। পেট্রোল ও ডিজেল দুটোরই দাম বেড়েছিল তখন। গতমাসে কাতার পেট্রোলিয়ামের প্রকাশিত নতুন মূল্যতালিকায় দেখা যায়, সুপার ও প্রিমিয়াম গ্রেডের পেট্রোলে প্রতি লিটারে বেড়েছে ৫ দিরহাম করে।