ই-পাসপোর্টের পর এবার ই-ভিসা চালু করবে সরকার। বুধবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ই-পাসপোর্টে’র জন্য ই-গেট চালু কার্যক্রমের উদ্বোধনকালে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি আন্তর্জাতিক মানের পাসপোর্ট চালু করেছি। আমাদের প্রতিদিন ২০ হাজার পাসপোর্ট প্রিন্ট করার সক্ষ’মতা আছে, করোনা’র কারণে ৮-৯ হাজার প্রিন্ট হচ্ছে। আমরা শুধু বিশ্বমানে’র পাসপোর্ট তৈরি করিনি, সবকিছু সমান তালে এগিয়ে যাচ্ছে।
তিনি আরও জানান, ই-পাসপোর্ট নিয়ে বিমানবন্দরে ই-গেটে পাসপোর্ট দেওয়ার পরই স্বয়ংক্রিয় পদ্ধতিতে খুলে যাবে গেট তারপর পাসপোর্টে’র তথ্যের সাথে ব্যক্তির ছবি মিলে গেলেই প্রধান ফ’টক খুলে যাওয়ার সাথে সাথে মাত্র ৩০ সেকেন্ডে’র মধ্যে শেষ হবে বিদেশগামীদে’র ইমিগ্রেশন কার্যক্রম।
প্রসঙ্গত, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশই প্রথম ই-পাসপোর্টের জন্য ই-গেট চালু করতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২০ সালের ২২ জানুয়ারি ই-পাসপোর্ট ও স্ব’য়ংক্রি’য় নিয়’ন্ত্রণ ব্যবস্থার উদ্বোধন করেন। সে সময়েই ই-গেট স্থাপন করা হলো ক’রো’না ম’হামা’রির ও সংশ্লিষ্টদের প্রশিক্ষণসহ অন্যান্য জটি’লতার কারণে চালু হয়নি ই-গেট।