বর্তমানে মালয়েশিয়া ইমিগ্রেশন অ’বৈধ অভিবাসী ধরার জন্য চিরুনি অভি’যান চালাচ্ছে। ড্রেন, ডোবা, কারখানা, বাসাবাড়ি, বন-জঙ্গল থেকে শুরু করে অভি’যান কোথাও বাদ নেই।
এমন অবস্থায় দেখা যাচ্ছে অভি’যান থেকে নিরাপত্তার জন্য মানুষ বন জঙ্গলে করুণ অবস্থায় দিন পার করছে কিন্তু তাদের সেই জীবনধারণের ভিডিও চিত্র কিছু কিছু ইউটিউবার, ইউটিউব ও ফেসবুকে প্রকাশ করছে এবং উৎসুক দর্শক সেগুলো লাইক কমেন্ট ও শেয়ার করছে।
ভি’ডিও ধারণকারী এবং যারা শেয়ার করেছেন তাঁদের কাছে অনু’রোধ এ ধরনের ভিডিও প্রকাশ/প্রচারণা থেকে বিরত থাকুন। আপনার এই ভিডিও চিত্র প্রচারণার জন্য ইমিগ্রেশনের কঠোর অভি’যান আরো কঠোর রূপ নিতে পারে। শেষ র’ক্ষা নাও পেতে পারে বন জঙ্গলের মানুষ গুলো। সতর্ক করেছেন: মামুন মুন্সি, এডমিন- মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশী।