কুয়েত থেকে বাংলাদেশের রাজধানী ঢাকাগামী একটি ফ্লাইট আকাশে ওড়ার পরপরই যান্ত্রিক সমস্যার কবলে পড়ে। ৩ জুলাই সন্ধ্যা সাড়ে ছয়টায় ফ্লাইটটি কুয়েত এয়ারপোর্ট থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার পর আকাশে এই ঘটনা ঘটে। এ সময় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।
কুয়েতের বেসরকারি জাজিরা এয়ারওয়েজের এই ফ্লাইটে কুয়েত থেকে প্রবাসীরা বাংলাদেশের উদ্দেশ্যে যাচ্ছিলেন। ফ্লাইটের নাম্বার জে নাইন- ৫৩১। তবে এ সময় বেশ দক্ষতার পরিচয় দেন ওই ফ্লাইটের পাইলট।
জাজিরা এয়ারওয়েজ জানায়, আকাশে ওড়ার কিছুক্ষণ পর উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রæটি দেখা দেয়। এ সময় এটিকে পুনরায় কুয়েত বিমানবন্দরে ফিরিয়ে নিয়ে আসেন পাইলট। পাইলট এবং ক্রুদের দক্ষতায় এটি নিরাপদে অবতরণে সক্ষম হয়।জাজিরা এয়ারওয়েজ কর্তৃপক্ষ জানায়, পরে একটি আলাদা ফ্লাইটে যাত্রীদেরকে ঢাকায় পাঠানোর ব্যভস্থা করা হয়েছে।