কয়েকদফা ঘোষণা দিয়েও প্রবাসীদের ক’রো’নার টি’কা দেওয়ার শুরু হয়নি। ঘোষণা দিয়ে প্রতিবারই হোঁ’চট খেয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নিবন্ধন ও টি’কা প্রদানের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংস্থার সহযোগিতা ও সমন্বয় না থাকায় অস’হায় অবস্থায় পড়েছে প্রবাসী মন্ত্রণালয়।
অন্যদিকে টি’কার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসী মন্ত্রণালয়, সিভিল সার্জন কার্যালয় ঘুরে ঘুরে হতাশ প্রবাসী কর্মীরা।সর্বশেষ বিদেশগামীদের জন্য দুধাপে নিবন্ধন করার ঘোষণা দিলেও সার্ভার জটিলতায় প্রথম দিনেই থমকে গেছে উদ্যোগ।
জানা গেছে, অনেক দেশই কর্মীদের কর্মস্থলে ফিরতে হোটেলে কো’য়ারেন্টি’নের শর্ত দিচ্ছে। ফ্লাইটের টিকিটের উচ্চমূল্যের পাশাপাশি, কো’য়ারেন্টিনের এ খরচ প্রবাসীদের বাড়তি বোঝা। অন্যদিকে কোয়া’রেন্টিন খরচ বাবদ কোটি কোটি টাকাও বিদেশে চলে যাচ্ছে।
অথচ অনেক দেশেই টি’কা দেওয়া থাকলে কোয়ারেন্টিনের প্রয়োজন পড়ছে না। যে কারণে প্রবাসী কর্মী ও জনশক্তি রফতানিকারক প্রতিষ্ঠানগুলো টি’কার জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছে।