বিদেশগামী বা বিদেশ থেকে আসা ট্রানজিট যাত্রীদের মধ্যে যাদের অভ্যন্তরীণ রুটের টিকিট নেই তারা বিমানবন্দরের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে অভ্যন্তরীণ রুটে ভ্রমণ করতে পারবেন।
শনিবার (৩ জুলাই) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিস্তারিত তথ্যের জন্য বিমানের কল সেন্টার- ০১৯৯০ ৯৯৭ ৯৯৭ নম্বরে যোগাযোগ করার জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিদেশগামী বা বিদেশ হতে আসা ট্রানজিট যাত্রীদের যাদের অভ্যন্তরীণ রুটের টিকেট নাই, তারা বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস কাউন্টার থেকে টিকেট সংগ্রহ করতে পারবেন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে অভ্যন্তরীণ রুটে ভ্রমণ করতে পারবেন।
এদিকে, সরকার ঘোষিত কঠোর লকডাউনে সারা দেশে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। তবে বিদেশগামী যাত্রীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সীমিতসংখ্যক অভ্যন্তরীণ ফ্লাইট চালু রেখেছে।