করো’নাভাই’রাস প্রতিরোধে সরকার ঘোষিত বিধিনিষেধের প্রথম দিন থেকেই ক্রেতা শূন্য হয়ে পড়েছে আম বিক্রির বাজার। এর ফলে লোকসানের মুখে পড়তে চলেছেন আম বিক্রেতারা। রংপুরে নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল ও টিভি মোড় এর মাঝামাঝি অবস্থিত অন্যতম হাড়িভাঙ্গা আ’মের আড়ত।
বাইরের জে’লার ব্যবসায়ীরা তো দূরের কথা জে’লার অভ্যন্তরের ব্যবসায়ীরাও তেমন আসছেন না আম বাজারে। মাত্র ১৫-২০ টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে আম। নগরীর হাড়িভাঙ্গা আ’মের আড়ত ঘুরে দেখা গেছে, দেড় শতাধিক দোকানে থরে থরে সাজিয়ে রাখা হয়েছে হাড়িভাঙ্গা আম। ২০ জুনের পর থেকে হাড়িভাঙ্গা আ’মের কেনাবেচার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলেও ক্রেতাদের উপস্থিতি একদম নেই বললেই চলে।
জে’লার মিঠাপুকুর উপজে’লার খোড়াগাছ উত্তর পাড়ার বাসিন্দা বাবুল মিয়া জানান, অনেক আশা নিয়ে সাড়ে ৩ লাখ টাকায় ৪০০ গাছের একটি হাড়িভাঙ্গা আ’মের বাগান লিজ নিয়েছিলাম।
গত ২০ জুনের পর বাগান থেকে আম সংগ্রহ করা শুরু করেছেন। প্রথম পাঁচ-ছয়দিন প্রতি কেজি আম ৬০-৭০ টাকায় বিক্রি করেছেন। কিন্তু বর্তমানে ক্রেতা উপস্থিতি কমে যাওয়ায় সেই আম প্রায় ১৫-২২ টাকা দামে নেমে এসেছে।