চলমান ল’কডা’উনের স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) ল’ঙ্ঘ’নের দায়ে গত মাসের ১ জুন থেকে এখন পর্যন্ত দেশে পরিচালিত ৮১০টি নির্মাণ সাইটের মধ্যে ১৮৮টি বন্ধের নির্দেশ দিয়েছে মালয়েশিয়ার শিল্প মন্ত্রণালয়। স্থানীয় সময় মঙ্গলবার (৬ জুলাই) দেশটির নির্মাণ শিল্প উন্নয়ন বোর্ডের (সিআইডিবি) বিবৃ’তিতে এসব তথ্য জানানো হয়।
মালয়েশিয়ায় লা’ফিয়ে লা’ফিয়ে বাড়ছে ক’রো’না রো’গীর সংখ্যা। আর এ ক’রো’নার সং’ক্র’মণ নিয়ন্ত্রণে চলমান রয়েছে ‘ন্যাশনাল রিকভারি প্ল্যান’ এর প্রথম ধাপের ল’কডা’উন। পাশাপাশি দেশটিতে স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম (এসওপি) স্বাস্থ্যবিধি সুর’ক্ষা শতভাগ কার্যকর করতে ১ জুলাই থেকে দেশজুড়ে অভি’যানে নেমেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগসহ বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে থাকা অন্তত ২১টি সংস্থা।
এ অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেসি পাতুহ’। সিআইডিবির বিবৃতিতে বলা হয়েছে, সারাওয়াকে ৫৬টি, সেলাঙ্গরে ৪২, মেলাকায় ১৫, সাবাহ ১১, পেনাং ১১, কুয়ালালামপুরে ১১, জোহরে ৯, নেগেরি সেমবিলানে ৮, তেরেঙ্গানু ৬, পাহাং ৬, পেরাকে ৫, কেদাহ ৩, পারলিসে ৩টি এবং কেলান্তানে দুটি নির্মাণ সাইট বন্ধ রা’খার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কুয়ালালামপুরে পুসাত দামানসারার একটি নির্মাণ সাইটে মঙ্গলবার ২ হাজার ২২৫ জন নির্মাণ শ্রমিকের স্বাস্থ্য পরীক্ষার পর ৬৩০ জনের মধ্যেই কো’ভি’ড-১’৯ প’জি’টিভ শনাক্ত হয়। এছাড়া দেশজুড়ে এখনো ৮৫২টি সক্রিয় ক্লাস্টার রয়েছে বলে জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়।