কাতারে করো’না ভা’ইরা’সের টি’কা সম্পন্ন ভ্রমণকারীদের বিমান, স্থল ও সমুদ্র বন্দর দিয়ে প্রবেশের প্রক্রিয়া অব্যাহত সহজতর করার লক্ষ্যে নতুন পদ্ধতি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
করো’নার ২ ডো’জ টি’কাপ্রাপ্ত অথবা ক’রোনায় আ’ক্রান্ত হয়ে সুস্থ হওয়া ব্যক্তিরা কাতারে এলে কোনো ধরণের হোটেল কোয়ারেন্টাইন লাগবে না। আজ কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।
তবে এই নিয়ম কেবলমাত্র কাতারি নাগরিক ও যাদের কাতারি আইডি আছে, তাদের জন্য প্রযোজ্য। ভিজিট ভিসায় আসা ব্যক্তিদের জন্য এই সুবিধা নেই। ভিজিটরদের বেলায় দেশ অনুসারে ৭-১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। ১২ জুলাই থেকে এই নিয়ম কার্যকর।
কাতারের স্বাস্থ্য মন্ত্রনালয় জানায়, গ্রীষ্মকালে ভ্রমণকারী বিদেশী নাগরিক ও বাসিন্দাদেরও ভ্রমণ করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে। এবং মুখে সবসময় মাস্ক পরা, ভিড়ের জায়গাগুলি এড়ানো এবং নিয়মিতভাবে জীবাণুমুক্ত করা করতে হবে।