ক’রোনার টি’কাপ্রাপ্তদের জন্য কাতারে আসার পর হোটেল কো’য়ারেন্টা’ইনের নিয়ম প্রত্যাহার করা হয়েছে। শুধু টি’কাপ্রাপ্ত নয়, বরং যারা গত এক বছরের মধ্যে কাতারে ক’রোনা’য় আক্রা’ন্ত হয়ে সুস্থ হয়েছিলেন, তাদের বেলায়ও কাতারে ফিরে আসার পর কোনো হোটেলে থাকতে হবে না। এই সংবাদে কাতারে বসবাসরত বিদেশিদের মধ্যে খুশির আবহ বিরাজ করছে।
এদিকে এখন থেকে রিটার্ন পারমিট ছাড়াই কাতারে ফিরতে পারবেন প্রবাসীরা। কাতারে হামাদ বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তা ক্যাপ্টেন আব্দুল্লাহ আলজিসমি এই তথ্য জানান। ১২ জুলাই সোমবার থেকে কাতারে এই নিয়ম কার্যকর করা হবে।
ক্যাপ্টেন আব্দুল্লাহ বলেন, যদি কাতারে প্রবেশের জন্য সবকিছু ঠিক থাকে, অর্থাৎ যদি আইডির মেয়াদ থাকে এবং কাতারের বাইরে ৬ মাস অতিক্রম না হয়ে থাকে, তবে করোনা পরিস্থিতির আগে যেভাবে বিদেশি কর্মীরা কাতারে আসা-যাওয়া করতেন, সেভাবেই আসা-যাওয়া করতে পারবেন।
এর ফলে এখনো যারা বাংলাদেশে আ’টকে আছেন, তারা কাতারে ফেরার সুযোগ পাবেন। তবে কাতারের বাইরে যাদের ৬ মাসের বেশি সময় পার হয়েছে, বা যাদের আইডির মেয়াদ শেষ, তারা আগে যেভাবে আবেদন করে ফি ও জরিমানা পরিশোধ করে কাতারে আসতে পারতেন, সেভাবেই আসতে পারবেন। কাতার সরকারি ওয়েবসাইট হুকু’মির মাধ্যমে ফি পরিশোধ করা যাবে।