নিজের ভাইদের কাছে পেয়ে হাসিখুশি খুব। ইতিমধ্যে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানির একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ছবিতে নিজের দুই ভাইয়ের সাথে হাস্যোজ্জ্বল অবস্থায় আমিরকে দেখা গেছে। খাবারের টেবিলে ছবিটি তোলা হয়।
এ সময় আমির শেখ তামিম বিন হামাদ আলথানির সাথে ছিলেন তাঁর ভাই ও আন্তর্জাতিক অঙ্গণে আমিরের ব্যক্তিগত প্রতিনিধি শেখ জাসেম বিন হামাদ ও আরেক ভাই শেখ খলিফা বিন হামাদ। তিন ভাইয়ের এমন হাসিমুখের ছবি কাতারিদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হয়।
উল্লেখ্য, ৩ জুন ১৯৮০ সালে জন্মগ্রহণ করেন কাতারের সবচেয়ে বিচক্ষণ ও দক্ষ নেতৃত্বের অধিকারী বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। যে নেতার দক্ষ নেতৃত্বে ও সাহসী ভূমিকার কারণেই দু বছর ধরে চলমান অবরো’ধেও হা’র না মেনে কাতার সামনে এগিয়ে চলছে গৌরবের সঙ্গে।