মালয়েশিয়ায় ক’রো’না আ’ক্রা’ন্ত হয়ে সেলিম নুরুল ইসলাম নামের এক প্রবাসী ব্যবসায়ী মা’রা গেছেন। স্থানীয় সময় সোমবার (১২ জুলাই) দুপুরে রাজধানী কুয়ালালামপুরের প্রিন্স কোর্ট হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃ’ত্যু হয়। মৃ’ত্যুর আগ পর্যন্ত হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন এ ব্যবসায়ী।
সেলিমের পরিবার জানায়, তিনি ডায়াবেটিস, ফুসফুসসহ নানা ধরনের শা’রী’রিক জ’টিল’তায় ভু’গছিলেন। গত মাসের ২৪ জুন তিনি হঠাৎ অ’সুস্থ হয়ে পড়লে তাকে কুয়ালালামপুরের প্রিন্স কোর্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ক’রো’না প’জেটি’ভ ধরা পড়ে এরপর তার শারীরিক অবস্থার উপর ভি’ত্তি করে ২৬ জুন রাতে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে লাইফ সাপো’র্টে রাখেন। এরপর আজ সোমবার (১২ জুলাই) দুপুরে তার মৃ’ত্যুর খবর জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
সেলিম চাঁদপুর জেলার মতলব উপজেলার উত্তর মুক্তির কান্দি গ্রামের বাসি’ন্দা। তিনি চাঁদপুর সমিতি মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি। এছাড়া তিনি নিজ দক্ষতায় মালয়েশিয়ায় একজন বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে নিজেকে গড়ে তোলেন।কুয়ালালামপুরের মসজিদ ইন্ডিয়ায় তার প্রতিষ্ঠিত ব্যাবসা প্রতিষ্ঠান এসএল মিতালি এসডিএন বিএইচডি সর্বজনস্বীকৃত। স্বভাবে বি’নয়ী, ধর্মভী’রু সেলিম নুরুল ইসলাম সবসময়ই জন’হিতকর কাজে অংশ নেন এবং মানুষের সহযোগিতায় হাত বাড়ান।
সেলিম ১৯৯৮ সালে ভাগ্যান্বেষণে মালয়েশিয়া বিখ্যাত সুপারশপ হানিফায় চাকু’রি নেন। ২০০৩ সালে স্বল্প পুঁজি দিয়ে শুরু করেন নিজস্ব ব্যবসা। এরপর আর পেছনে তাকাতে হয়নি এই অদ’ম্য যুবককে। সাফল্য এসে ধরা দেয় তার কাছে। অল্পদিনেই সকলের কাছে সফল ব্যবসায়ী হিসেবে পরিচিতি পান তিনি। ২০০৩ সালে সেলিম নুরুল ইসলাম ভালোবেসে বিয়ে করেন মালয়েশিয়ান মেয়ে লিজমা বিনতে মাইদিন। এ দম্পত্তির ঘরে রয়েছে ১ মেয়ে ২ ছেলে। ব্যক্তি জীবনে সদা হাস্যোজ্জল ও সদালাপী সেলিমের মৃ’ত্যুতে গভীর শো’ক ও দুঃ’খ প্র’কাশ করেছেন মালয়েশিয়ার বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা।