কুয়েতে ৬০ বছর বয়সী প্রবাসীদের সমস্যার সমাধান হচ্ছে, যা হাই স্কুল পাশ বা সমমান হলে এবং ৬০ বছর বয়সে পৌঁছেছে,তাদেরকে একামা নবায়নের সুযোগ দেওয়া হতে পারে। এ বিষয়ে জানা গেছে, “মন্ত্রিপরিষদ ষাট বছর বয়সে পৌঁছে যাওয়া প্রবাসীদের পদমর্যাদার জন্য জনশক্তি কর্তৃক পাবলিক অথরিটির পরিচালনা পর্ষদের সভাপতিত্বে বাণিজ্য ও শিল্পমন্ত্রী আবদুল্লাহ আল-সালমানের দ্বারা উপস্থাপিত একটি প্রস্তাবনার অপেক্ষায় রয়েছে। তবে এর আগে প্রকাশিত বাৎসরিক ১ থেকে ২ হাজার দিনারের স্বাস্থ্য বীমায় একামা নবায়নের বিষয়ে কোন কিছুই জানা যায়নি ।
আরও পড়ুনঃ কুয়েতের সাথে বাংলাদেশের বিমান চালু করতে প্রবাসীদের আবেদন
দীর্ঘদিন যাবত বন্ধ থাকার পর ১২টি দেশের সাথে আবারও ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে উপসাগরীয় দেশ কুয়েত সরকার। গত ৫ই জুলাই সোমবার দেশটির কর্তৃপক্ষের এক বিবৃতিতে জানানো হয়, জুলাই মাসের প্রথম থেকে যুক্তরাজ্য, স্পেন, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, ইতালি, অস্ট্রিয়া, ফ্রান্স, কিরগিজস্তান, বসনিয়া ও হার্জেগোভিনা, জার্মানি, গ্রিস এবং সুইজারল্যান্ডে সরাসরি ফ্লাইটের অনুমতি দেওয়া হয়েছে। এদিকে কুয়েতের সঙ্গে বাংলাদেশের বিমান চলাচল শুরু করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
তাদের দাবি, ফ্লাইট চালু হলে দেশে আটকেথাকা প্রবাসীরা নিজেদের কর্মস্থলে ফিরে আসতে পারবেন এবং কুয়েতে থাকা প্রবাসীরা দেশে পরিবার পরিজনদের কাছে যেতে পারবেন। প্রবাসীরা বলেন, আমরা বাংলাদেশ সরকারের কাছে বিনীত আবেদন জানাচ্ছি, বিমানের ফ্লাইট যেন চালু করা হয়। কুয়েত ইতোমধ্যে ১২ দেশে টিকা ফ্লাইট চালু করেছে। অন্যদিকে ফ্লাইট চালু করলেও করোনা ভ্যাক্সিনের ২ ডোজ যারা নেয়নি তারা দেশটিতে প্রবেশ করতে পারবে না। উপসাগরীয় দেশটি ২০২০ সালের ফেব্রুয়ারিতে ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ করে।